আপনার প্রশ্নসমূহ
যে প্রতিষ্ঠানে হাতেখড়ি হতে যাচ্ছে আপনার ক্যারিয়ারের, সেই ক্রিয়েটিভ আইটি সম্পর্কে আপনার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে। আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা সদা প্রস্তুত। দক্ষ কোয়ালিটি টিম আর এডমিশন ডিপার্টমেন্টের সদস্যদের কাছে আপনি পাবেন আপডেটেড তথ্য। তাছাড়া কোর্স মডিউল, সেমিনার, কোর্স ফি বা ক্রিয়েটিভ আইটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটেও।
আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয় ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। আমরা আপনাকে নির্দিষ্ট কোর্স, তার সাথে সম্পর্কিত মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসে কি উপায়ে কাজ পাওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করবো। কিন্তু এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে সময়, পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আয় আপনার নিজেকেই করতে হবে। আর আয়ের বিষয়টি আপনি একটি কাজের প্রতি কতটা পরিশ্রম এবং সময় দিচ্ছেন তার উপর নির্ভরশীল। শুধু ফ্রিল্যান্সিং করেই যে আয় করতে হবে ব্যাপারটি এমন নয়। আপনি লোকাল ক্লায়েন্ট হান্ট করে, রিমোট জব করে অথবা নিজে ব্যবসা করেও আয় করতে পারেন।
আপনি সেমিনারে অংশগ্রহণের জন্য এই লিংকে রেজিস্ট্রেশন করতে পারেনঃ https://www.creativeitinstitute.com/free-seminar/
আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, আমাদের প্রতিনিধি সেমিনারের পূর্বে ফোন করে আপনাকে সেমিনারের সময়সূচী জানিয়ে দিবে।
আমাদের অনলাইন কোর্সগুলো লাইভ ক্লাসের মাধ্যমে হয়ে থাকে। ট্রেইনাররা জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাসগুলো অনলাইনে পরিচালনা করে থাকেন। এছাড়া ক্লাস রেকর্ড দিয়ে দেয়া হয় যেন আপনি পরবর্তীতে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। ক্লাস রেকর্ড ছাড়াও পরবর্তীতে কোন সমস্যা হলে আপনি ব্যাকআপ সাপোর্টও নিতে পারবেন।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সদ্য তোলা হতে হবে) - NID / জন্মনিবন্ধন এর ফটোকপি - যেকোনো একটি একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি (S.S.C / H.S.C)
শুধু অনলাইন মার্কেটে ফ্রিল্যান্সিং করেই যে আয় করতে হবে ব্যাপারটি এমন নয়। একটি কোর্স সম্পন্ন করে আপনি অনলাইন মার্কেটে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি আপনি আমাদের কাছে আপনার CV দিয়ে রাখতে পারেন। কোর্স শেষে আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদের রেফার করে থাকি। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, সব প্রজেক্ট ও পরীক্ষা দেয়ার মাধ্যমে একটি কোর্সটি ভালোভাবে সম্পন্ন করেন, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্ট্মেন্টের মাধ্যমে আপনার চাকরি পাওয়ার একটি দূর্দান্ত সুযোগ থাকবে।
সরাসরি কোর্স করলে আপনি হাতে কলমে শিখতে পারবেন, পাশাপাশি আমাদের যেসব সুবিধা রয়েছে তা হল
- আমাদের বেশ নিজস্ব কম্পিউটার ল্যাব রয়েছে,
- আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ২৪/৭ অনলাইন সাপোর্ট চালু করেছি,
- এছাড়া রয়েছে ব্যাচভিত্তিক আলোচনার জন্য অনলাইন গ্রুপ সাপোর্ট,
- প্রয়োজনীয় ক্লাসের ভিডিও দেয়া হয়,
- ক্লাস মিস করলে রয়েছে ব্যাকআপ সাপোর্ট,
- ক্লাসের বাইরে রয়েছে প্র্যাকটিস রুম,
- এছাড়া কোর্স শেষে শর্তসাপেক্ষে ইন্টার্নশিপ সুবিধা,
- আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে রেফার করে থাকি। আমাদের রয়েছে লাইফটাইম সাপোর্ট।
আপনি যদি কোর্স শেষে সফলতার সাথে চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন। এবং কোর্স শেষে আপনি একটি অ্যাসেসমেন্ট দিয়ে সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট পেতে পারেন।
ইংরেজি যেহেতু আমাদের মায়ের ভাষা নয় তাই অনেকেরই এই বিষয়ে দুর্বলতা থাকে। তাই আমাদের Communicative English এর আলাদা কোর্স রয়েছে। যেটা আপনি আমাদের যে কোন কোর্সের পাশাপাশি করতে পারবেন।
আপনি চাইলে পুরো কোর্স ফি একবারে দিতে পারবেন কিংবা আপনি কোর্স ফি ৪টি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ২৫-৩০ দিন অন্তর অন্তর।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পূর্ন আলাদা কোর্স। ওয়েব ডেভেলপমেন্ট জানতে হলে আপনাকে প্রথমে ওয়েব ডিজাইন জানতে হবে। এছাড়াও আপনি আমাদের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ফ্রি সেমিনারে আসলে আপনার প্রাথমিক ধারনা পেয়ে যাবেন।
আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের মান যেহেতু একই তাই অফলাইনে শিক্ষার্থীরা সফল হতে পারলে অনলাইনে কেন নয়! আমদের গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে এবং সঠিক নিয়মে প্র্যাকটিস করলে অবশ্যই সফল হতে পারবেন।
আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয়ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। কোর্স শেষে আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদের রেফার করে থাকি। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, সব প্রজেক্ট এবং পরীক্ষা দেয়ার মাধ্যমে কোর্সটি ভালোভাবে সম্পন্ন করেন সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট এর মাধ্যমে কোর্স শেষে আপনার চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।
আমাদের অনলাইন এবং অফলাইনের মান যেহেতু একই তাই অফলাইনে শিক্ষার্থীরা সফল হতে পারলে অনলাইনে কেন নয়! আমাদের গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে এবং সঠিক নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই সফল হতে পারবেন।
আয় করার ব্যাপারটি নির্ভর করে আপনার নিজের কোন একটি বিষয়ভিত্তিক দক্ষতা ও যোগ্যতার উপর। কোর্স শেষে আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদের রেফার করে থাকি। আপনি যদি নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে, সব প্রজেক্ট এবং পরীক্ষা দিয়ে কোর্সটি ভালোভাবে সম্পন্ন করেন সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে কোর্স শেষে আপনার চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।
অনলাইনে Upwork, Fiverr, Freelancer.com সহ প্রত্যেক মার্কেটপ্লেসেই ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ রয়েছে। কিন্তু এর জন্য প্রয়োজন কিছু নির্দিষ্ট বিষয়ভিত্তিক পারদর্শিতা ও সঠিক গাইডলাইন। আপনার কি কোন নির্দিষ্ট বিষয়ের উপর পারদর্শিতা আছে?
আমাদের কোর্স ফি বেশি কিন্তু তার পিছনে যথার্থ কারন ও যুক্তি রয়েছে। শুধুমাত্র কোর্স শেষ করে দেয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ নই। আমাদের শুধু ক্লাসে কাজ শিখানো হয়না ক্লাসের পর কোন সমস্যা হলে ক্লাসের বাইরেও আমরা সাপোর্ট দিয়ে থাকি। সেজন্য আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ২৪/৭ অনলাইন সাপোর্ট চালু করেছি। এই ২৪/৭ সাপোর্ট কোর্স চলাকালীন এবং কোর্স শেষেও দিয়ে থাকি। এছাড়া কোর্স শেষে ইন্টার্নশিপ সুবিধা, মার্কেটপ্লেসে কাজের সাপোর্ট দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্যারিয়ার প্লেসমেন্ট সেল এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে রেফার করে থাকি। কোর্স ফি নেয়া হয় একবার তবে সেবা প্রদান করা হয় সবসময়। আমাদের এখানে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা খুব যত্ন সহকারে শিক্ষার্থীদের কোর্স করানো হয়।
আমাদের কোর্সগুলোতে ভর্তির ক্ষেত্রে তেমন কোন বিষয় ভিত্তিক যোগ্যতার প্রয়োজন নেই। আপনার যদি একটি কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকে তবে আপনি আমাদের আইটি বিষয়ক যেকোনো কোর্স করতে পারবেন। এছাড়াও আমাদের ট্রেইনাররা একদম বেসিক থেকে সকল কোর্স শুরু করে থাকেন যেন আপনার কোন বিষয় বুঝতে সমস্যা না হয়।
সপ্তাহে ৭ দিন সকাল ৯টা - সন্ধ্যা ৭টা আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে। আপনি আপনার সুবিধামত যে কোন সময়ে চলে আসতে পারেন। প্রয়োজনে কল করতে পারেন ০১৬২৪৮৮৮৪৪৪ নাম্বারে।
আমাদের কোর্স গুলো মার্কেটপ্লেস এক্সপার্ট ট্রেইনার দ্বারা পরিচালিত হয়ে থাকে। আপনি যদি আমাদের পেইজে নিয়মিত চোখ রাখেন তাহলে দেখতে পাবেন আমাদের শিক্ষার্থীদের সফলতা এবং তাদের সফলতার পেছনে আমাদের ট্রেইনারদের অবদান। এছাড়াও যদি আপনি তাদের দক্ষতা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন https://creativeitinstitute.com/faculties. এখানে আপনি দেখতে পারবেন আমাদের ট্রেইনারদের specialized areas & work experience. আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের বিশেষ সেবা ২৪/৭ সাপোর্ট। ক্লাস শেষে বাসায় প্র্যাকটিস করতে গিয়ে আপনি যদি কোন সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে আপনি এই সেবা নিতে পারেন। সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা আইটি এক্সপার্ট আছেন আপনার জন্য।
জ্বি আছে। শর্তসাপেক্ষে কোর্স শেষে ইন্টার্নশিপের বিশেষ সুবিধা রয়েছে।
ক্রিয়েটিভ আইটি কর্তৃক আয়োজিত সেমিনার ও ওয়ার্কশপগুলো সম্পূর্ণ ফ্রি ও সকলের জন্য উন্মুক্ত।
জি পারবেন। আমাদের এমন অনেক শিক্ষার্থী সফল হয়েছেন যারা সম্পূর্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের। তাই আর্ট জানতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে যদি জেনে থাকেন তাহলে সেটা আপনার জন্য বিশেষ দক্ষতা যা আপনার পোর্টফলিওকে ভারি করবে তবে জানতেই হবে এমন কোন বিষয় নেই। তাছাড়া আমাদের কোর্সের মডিউলের মধ্যে ড্রয়িং ক্লাস রয়েছে।
অনলাইন ও অফলাইন ক্লাসের মানে কোন পার্থক্য নেই। কেননা আমাদের অনলাইন ও অফলাইনের কোর্স মডিউল এবং ট্রেইনার একই। ট্রেইনিং এর মানও একই। আপনি আগ্রহী থাকলে একটি অনলাইন সেমিনার করতে পারেন। আশা করছি এই দ্বিধাটি দূর হয়ে যাবে।
অফিসে এসে কোর্স করলে ফি বেশি হবে কারণ আমাদের অফিসে ইন্টেরিয়র, সরঞ্জামাদি, ল্যাব সবকিছু ব্যবহৃত হওয়ায় কোর্স ফি বেশি। কিন্তু অনলাইনে কোর্স করলে কম্পিউটার, ইন্টারনেট কানেকশন সকল খরচই শিক্ষার্থী বহন করে থাকে এবং আমাদের ক্লাস রুমও ব্যবহৃত হয় না। তাই দুটি জায়গায় কোর্স ফি এর তারতম্য রয়েছে। তবে ক্লাসের মানের কোন পার্থক্য নেই। কেননা অনলাইন ও অফলাইনে একই প্রশিক্ষকগণ একই কোর্স মডিউলে ক্লাস নিয়ে থাকেন।
স্যার/ম্যাম, আমাদের প্রতিটি কোর্স চলাকালিন সময়েই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ পাবেন , কিভাবে কাজ ডেলিভারি করবেন এগুলো step by step দেখানো হবে। তাছাড়া আমাদের কোর্সের মডিউল আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট করে থাকি। বিষয়টি এমন যে আমরা আপনাকে প্রতিটি কোর্সেই ফ্রিল্যান্সিং এর যাবতীয় গাইডলাইন,সাপোর্ট দিব। কিন্তু আপনার দক্ষতা, শ্রম দিয়ে আপনাকেই কাজ করতে হবে এবং সেই পথে হাঁটতে হবে।
ইনকাম সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি কতটা দক্ষ আর একটি কাজের পেছনে কতটা সময় ব্যয় করছেন, তার উপর। অন্যের সাথে নিজেকে তুলনা করে প্রথমে নির্দিষ্ট ইনকামের এমাউন্ট নির্ধারণ করে কাজ শেখা উচিৎ নয়। আপনাকে সবচেয়ে প্রথমে আপনার কাজের দক্ষতা নিশ্চিত করতে হবে। তাই আয় এর ভাবনার আগে আপনি নিজেকে দক্ষ করে তোলা বেশি জরুরী। আপনি যদি ধৈর্যের সাথে আগ্রহ নিয়ে আমাদের মেন্টরের গাইডলাইন ফলো করে চলতে থাকেন তাহলে অবশ্যই অল্প সময়েই আশানুরুপ আয় করতে সক্ষম হবেন।
দক্ষতা নির্ভর করবে আপনার পরিশ্রম এর উপর, কি ভাবে নিচ্ছেন আপনার এই পেশাকে তার উপর। আপনাকে যদি একটু সহজ ভাষায় বলি, একজন ব্যাক্তি যদি তার ফোন দিয়ে একটি লগো ডিজাইন করে এটিও একটি দক্ষতার মধ্য পড়ে,আবার আরেকজন ব্যাক্তি ২-৫ঘন্টা ব্যায় করে একটি লগো ডিজাইন করে সেটিও একটি দক্ষতার মধ্যেই পড়ে, আবার অনেকে ১ মাস সময় লাগিয়ে দেয় একটি লোগো বা ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করতে। তাই এটি নির্ভর করবে আপনি কেমন দক্ষ হতে চান।আপনাকে দক্ষ হতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে, নতুন নতুন ডিজাইন এর সাথে পরিচয় হতে হবে, মানসিকতা তৈরি করুন। আসল কথা হচ্ছে আপনি অল্প সময়ে একজন ভালো ডিজাইনার/এক্সপার্ট হওয়ার আশা করা বোকামি। নিজের সবটুকু বিলিয়ে দিন। সময় দিন নিজেই নিজের দক্ষতা বুঝতে পারবেন। একবছর আগে যে কাজ করেছেন সেটি ঠিক ১ বছর পর সে কাজটির সাথে তুলনা করলেই বুঝতে পারবেন আপনি কেমন উন্নতি করেছেন, কেমন দক্ষতা অর্জন করেছেন। সাফল্য অর্জনের পথে যত কষ্টই হোক, লেগে থাকার মানসিকতা তৈরী করেন।
আমাদের দায়িত্ব কিন্তু কেবল প্রশিক্ষণ দেওয়ার মাঝেই সীমাবদ্ধ নয়। আমাদের বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলঃ ফ্রিল্যান্সিং বা বিভিন্ন মার্কেটপ্লেসে বায়ার রিকুয়েস্ট পাঠানো থেকে শুরু করে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের সকল দিকনির্দেশনা, ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্ট, কোর্স চলাকালীন সময়ে ২৪/৭ অনলাইন সাপোর্ট, লাইফটাইম সাপোর্ট, CIT.Tools, Prestige Card, Virtual internship, রিভিউ ক্লাস ও শর্ট সাপোর্ট সহ নানাকিছু।
আমরা সম্পূর্ণ কোর্স ভিডিও দিয়ে থাকি না। তবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টিউটোরিয়াল,শিক্ষার্থীদের সফলতা ও আপডেট নিউজ পেতে পারেনঃ
https://www.youtube.com/channel/UCoAYYQs4FQkKliI8dUEV2Aw
আমাদের ফ্রি সেমিনারে জয়েন করলে কোর্স বিবরন, ফ্রিল্যান্সিং, অনলাইন এবং লোকাল মার্কেটপ্লেসের আয় সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন, সেমিনারের অংশগ্রহণকারীদের জন্য পরবর্তীতে ফ্রি ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। যেখানে আপনি ফ্রি একটি টপিক শিখতে পারবেন। আমাদের সেমিনার শিডিউল এই লিংক থেকে চেক করে নিতে পারেনঃ https://www.creativeitinstitute.com/free-seminar
ইনকাম নির্ভর করবে আপনি কতটা দক্ষতা ও প্রচেস্টার উপর। আমাদের অনেক শিক্ষার্থী কোর্স চলাকালিন সময় থেকেই আয় শুরু করেন, আবার অনেকে এক বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করে সফল হন, দিন শেষে বড় বিষয় হল, আপনি যদি ধৈর্যের সাথে আগ্রহ নিয়ে আমাদের মেন্টরের গাইডলাইন ফলো করে চলতে থাকেন তাহলে অবশ্যই অল্প সময়েই আশানুরুপ আয় করতে সক্ষম হবেন। আপনি চাইলে প্রথমে আমাদের একটি অনলাইন ফ্রি সেমিনারে অংশ নিতে পারেন এবং আমাদের মেন্টরের সাথে সরাসরি এই বিষয়ে আলোচনা করতে পারেন। আশা করি একটি ভালো গাইডলাইন পাবেন।
আপনি শিখবেন Adobe Illustrator, Photoshop, InDesign, PowerPoint, এবং Figma। এছাড়াও, ChatGPT, Leonardo.ai, Playground AI-এর মতো AI টুল ব্যবহার করা হবে ডিজাইন ও রিসার্চের জন্য।
মূল লক্ষ্য হলো আপনাকে প্রফেশনাল গ্রাফিক ও UI/UX ডিজাইনার হিসেবে তৈরি করা, যাতে আপনি চাকরি বা Fiverr, Upwork, GraphicRiver-এর মতো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করতে পারেন।
কোর্সে প্রায় ৪৮টি ক্লাস রয়েছে, ৩০০+ টপিক ও সাবটপিক সহ, যা বেসিক থেকে অ্যাডভান্সড প্রজেক্ট পর্যন্ত সবকিছু কভার করে।
AI ডিজাইন দ্রুততর করতে, ইমেজ জেনারেট, কনটেন্ট লেখা, লেআউট তৈরি এবং ডিজাইন রিসার্চে ব্যবহৃত হয়। ChatGPT, Uizard, Relume-এর মতো টুল অন্তর্ভুক্ত।
ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন, ব্র্যান্ডিং, কেস স্টাডি এবং একটি পূর্ণ ডিজাইন পোর্টফোলিও (Behance/Dribbble)। গ্র্যাজুয়েশনের জন্য ফাইনাল প্রজেক্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
হ্যাঁ! কোর্সে Fiverr, Upwork এবং অন্যান্য মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং-এর পূর্ণ ট্রেনিং অন্তর্ভুক্ত। গিগ তৈরি, প্রপোজাল লেখা এবং ক্লায়েন্ট খুঁজতে শেখানো হবে।
হ্যাঁ। ইন্টারভিউ টিপস, রেজ্যুমে ও কভার লেটার ডিজাইন, পোর্টফোলিও বিল্ডিং এবং রিয়েল-ওয়ার্ল্ড ডিজাইন টাস্কে সাহায্য করা হবে।
Minimum Requirements (Entry-Level) - Processor: Intel Core i5 (7th Gen or above) / AMD Ryzen 3 - RAM: 8 GB - Storage: 256 GB SSD (faster than HDD) - Graphics: Integrated graphics (sufficient for basic design/marketing tools) - Operating System: Windows 10/11 or macOS (latest version) - Internet: Stable broadband with at least 10 Mbps speed - Extras: Headset with mic, webcam for online classes
যে কেউ, নতুন বা প্রফেশনাল—যারা UX/UI ডিজাইনে আগ্রহী।
না, আমরা বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে সম্পূর্ণ নির্দেশনা দিই।
পুরো UX/UI প্রক্রিয়া, AI ব্যবহারের সাথে—ডিজাইন থিঙ্কিং, ইউজার রিসার্চ, ইউজার ফ্লো, ওয়্যারফ্রেমিং, প্রোটোটাইপিং, UI ডিজাইন, ড্যাশবোর্ড, ওয়েব ও মোবাইল অ্যাপস, এবং ইউজেবিলিটি টেস্টিং।
হ্যাঁ, কোর্সে রিয়েল-ওয়ার্ল্ড ডিজাইন প্রজেক্ট, টিম ভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং পূর্ণাঙ্গ কেস স্টাডির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়। গবেষণা, ওয়্যারফ্রেমিং, প্রোটোটাইপিং থেকে ফাইনাল UI ডিজাইন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া বাস্তবায়ন করবেন, যাতে একটি শক্তিশালী, পোর্টফোলিও-প্রস্তুত কাজ হাতে থাকে।
Figma, Adobe XD, Whimsical, Visily, Miro/FigJam এবং AI-ভিত্তিক ডিজাইন ও রিসার্চ টুল—যেমন ChatGPT, Gemini, Perplexity, UIzard, Relume.io, এবং Maze.co।
কোর্স শেষে আপনি UX/UI Designer, UI Designer, SaaS UX/UI Designer, Niche App UI Designer, Product-Focused UX Designer, Client-Based Contract Designer, UX Researcher, UX Strategist, Interaction Designer বা Brand UI Designer হিসেবে ক্যারিয়ার করতে পারবেন।
হ্যাঁ, আমরা Fiverr ও Upwork ফ্রিল্যান্সিং, শক্তিশালী পোর্টফোলিও তৈরী এবং চাকরি/ইন্টারভিউ প্রস্তুতিতে পূর্ণ সহায়তা দিই।
Processor: Intel Core i7 (10th Gen or above) / AMD Ryzen 5 বা Ryzen 7 RAM: 8 GB Storage: 512 GB SSD Graphics: 4GB GPU Display: Full HD (1920×1080) with good color accuracy (IPS panel preferred)
যারা ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্সে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য। ফ্রিল্যান্সার, Shopify স্টোর মালিক, শিক্ষার্থী বা ঘরে বসে কাজ করা যেকোনো মানুষ উপকৃত হতে পারবেন। শুরু থেকে অ্যাডভান্সড পর্যায় পর্যন্ত ধাপে ধাপে শেখানো হবে। কোর্স শেষে আপনি Google Ads ক্যাম্পেইন পরিচালনা এবং Shopify স্টোর অপ্টিমাইজ করতে সক্ষম হবেন।
না। কোর্সটি বেসিক থেকে শুরু হয় এবং ধীরে ধীরে অ্যাডভান্সড স্ট্র্যাটেজি শেখায়। অ্যাকাউন্ট সেটআপ, ক্যাম্পেইন তৈরি, SEO অপ্টিমাইজেশন এবং AI ইন্টিগ্রেশন শেখানো হবে।
৬ মাসের কোর্স, ৪৮টি লেকচার এবং ২২টি প্র্যাকটিক্যাল প্রজেক্টসহ। প্রতিটি মডিউল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিখে সঙ্গে সঙ্গে প্রয়োগ করা যায়।
হ্যাঁ, বাস্তব প্রজেক্টে কাজ করার মাধ্যমে ট্রাফিক জেনারেশন, প্রোডাক্ট অপ্টিমাইজেশন এবং SEO শেখা যাবে।
অবশ্যই। ক্লায়েন্টের ক্যাম্পেইন পরিচালনা, ই-কমার্স স্টোর অপ্টিমাইজেশন এবং AI টুল ব্যবহার করে দ্রুত ফলাফল আনার স্কিল শেখানো হবে। Upwork, Fiverr ও অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে এই স্কিলের চাহিদা খুব বেশি।
হ্যাঁ, ধাপে ধাপে অ্যাকাউন্ট তৈরি, Shopify সংযোগ, পেমেন্ট এবং ট্র্যাকিং সেটআপ শেখানো হবে।
Search, Display, Shopping, Video এবং AI-চালিত Performance Max। টার্গেটিং, বিডিং স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটিভ অপ্টিমাইজেশন শেখানো হবে।
হ্যাঁ, প্রোডাক্ট ফিড সেটআপ, কনভার্সন ট্র্যাকিং এবং ক্যাম্পেইন অপ্টিমাইজেশন শেখানো হবে যাতে ট্রাফিক কাস্টমারে রূপান্তরিত হয়।
হ্যাঁ, AI কিভাবে বিড স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে তা শেখানো হবে, খরচ কমিয়ে কনভার্সন বাড়ানো যাবে।
হ্যাঁ, CTR, Conversion Rate, CPA ইত্যাদি বিশ্লেষণ করে ক্যাম্পেইন অপ্টিমাইজেশন শেখানো হবে।
হ্যাঁ, এই স্কিল শিখে ফ্রিল্যান্সিং প্রজেক্ট নেওয়া সম্ভব। রিপোর্টিং ও অ্যানালাইটিক্স শেখানো হবে, যাতে ফলাফল প্রমাণ করা যায়।
অবশ্যই। রিয়েল ক্যাম্পেইন, কেস স্টাডি এবং প্রজেক্ট বেসড এক্সারসাইজ থাকবে।
২০২৪ সালে, ৪৬% শিক্ষার্থী ৬ মাসের মধ্যে কর্পোরেট চাকরিতে প্লেস হয়েছে; বাকিরা ফ্রিল্যান্সিং বা ব্যবসা শুরু করেছে।
অবশ্যই। বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাডভান্সড স্কিল শেখানো হয়।
হ্যাঁ, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল ইন্টার্নশিপ, চাকরি, ইন্টারভিউ প্রস্তুতি এবং ইন্ডাস্ট্রি কানেকশন প্রদান করে।
১ বছর (১২ মাস), ~২৮০+ ঘন্টা লার্নিং। সপ্তাহে একবার ক্লাস।
AI ইউজার বিহেভিয়র, সার্চ প্যাটার্ন ও সেলস ডেটা বিশ্লেষণ করে প্রোডাক্ট অপ্টিমাইজেশন, কীওয়ার্ড সাজেশন ও হাই-কনভার্টিং প্রোডাক্ট শনাক্ত করতে সাহায্য করবে।
হ্যাঁ, ইমেজ কম্প্রেশন, স্ক্রিপ্ট মিনিমাইজেশন ও CDN ব্যবহার শেখানো হবে।
হ্যাঁ, AI ব্যবহার করে বিডিং, অ্যাড প্লেসমেন্ট এবং টার্গেটিং অটোমেট করা শেখানো হবে।
হ্যাঁ, AI ও অ্যানালাইটিক্স টুল ব্যবহার করে প্রতিযোগীর ক্যাম্পেইন, কীওয়ার্ড এবং কৌশল বিশ্লেষণ শেখানো হবে।
হ্যাঁ, পেইড ও অর্গানিক উভয় স্ট্র্যাটেজি শেখানো হবে।
হ্যাঁ, ধাপে ধাপে গাইডেন্স থাকায় আপনি স্বনির্ভরভাবে Google Ads ও Shopify SEO পরিচালনা করতে পারবেন।
হ্যাঁ, AI টুল ব্যবহার করে হেডলাইন, CTA ও ডেসক্রিপশন তৈরি ও স্প্লিট টেস্ট শেখানো হবে।
ওয়েবসাইট: www.creativeitinstitute.com
হটলাইন: 01777308777
ক্যাম্পাসে আসুন কনসেলিং ও ফ্যাসিলিটিজ দেখার জন্য।
নগদ, ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং। অ্যাডমিশন সময় বিস্তারিত নিশ্চিত করুন।
আপনি শিখবেন কীভাবে আপনার Shopify স্টোরের সঙ্গে Google Tag Manager ইন্টিগ্রেট করতে হয়।
এর মাধ্যমে আপনি ক্রয় (purchases), কার্টে পণ্য যোগ করা (add-to-carts), এবং নিউজলেটারে সাইন আপ (newsletter sign-ups) এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ট্র্যাক করতে পারবেন।
আপনি আরও বুঝতে পারবেন কীভাবে সঠিকভাবে ROI (Return on Investment) পরিমাপ করতে হয় এবং সেই ডেটা ব্যবহার করে আপনার ক্যাম্পেইন আরও উন্নত করা যায়।
এই দক্ষতা ব্যক্তিগত স্টোর পরিচালনা এবং ক্লায়েন্টের কাজ উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, এতে Google Shopping ক্যাম্পেইন তৈরি, পরিচালনা এবং অপটিমাইজ করার বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
আপনি শিখবেন কীভাবে প্রোডাক্ট ফিড সেটআপ, ইমেজ অপটিমাইজেশন, এবং অ্যাড টার্গেটিং কৌশল ব্যবহার করতে হয়।
আমরা আরও আলোচনা করি কীভাবে AI Shopping Ads-এর কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে।
কোর্স শেষ হওয়ার সময় আপনি এমন ক্যাম্পেইন চালাতে সক্ষম হবেন যা উচ্চ-ইচ্ছাশক্তির ক্রেতাদের আকর্ষণ করে।
এই কোর্সে শেখানো হয় বিডিং স্ট্র্যাটেজি, কীওয়ার্ড অপটিমাইজেশন, এবং অ্যাড রিলেভেন্স উন্নতি করার মাধ্যমে CPC কমানোর কৌশল।
আপনি শিখবেন কীভাবে উচ্চ কার্যকারি কীওয়ার্ড সনাক্ত করতে হয় এবং কম কনভার্ট হওয়া কীওয়ার্ডে খরচ কমিয়ে আনতে হয়।
রিয়েল-টাইমে বিড অ্যাডজাস্ট করার জন্য AI টুলস ব্যবহার করা হয়।
এটি প্রতিটি বিজ্ঞাপনের ডলারের জন্য সর্বোচ্চ ROI নিশ্চিত করে।
হ্যাঁ, আপনি শিখবেন কীভাবে CTR, Conversion Rate এবং Cost-per-Acquisition এর মতো মূল মেট্রিক্স পড়তে এবং বিশ্লেষণ করতে হয়।
কোর্সে শেখানো হয় কীভাবে এই ডেটা ব্যবহার করে ক্যাম্পেইন অপটিমাইজেশনের জন্য কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়।
আপনি বুঝতে পারবেন কীভাবে ট্রেন্ড শনাক্ত করা, সমস্যা সমাধান করা, এবং সফল ক্যাম্পেইন স্কেল করা যায়।
ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এখানে মূল ফোকাস।
MongoDB, Express.js, React.js, এবং Node.js, একটি ফুল-স্ট্যাক JavaScript ফ্রেমওয়ার্ক।
আপনি শিখবেন কীভাবে Full Stack Application ডিজাইন এবং ডিপ্লয় করতে হয়, যেখানে Frontend এবং Backend উভয় লজিক পরিচালনা করতে হয়।
হ্যাঁ, তবে HTML, CSS, এবং JavaScript-এর প্রাথমিক জ্ঞান থাকা উত্তম।
ই-কমার্স প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ক্লোন বা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মতো সম্পূর্ণ-স্ট্যাক প্রজেক্ট।
হ্যাঁ, ফ্রিল্যান্স এবং পূর্ণকালীন ভূমিকার জন্য বিশ্বব্যাপী MERN ডেভেলপারদের চাহিদা অনেক বেশি।
Minimum Requirements (Entry-Level) - Processor (CPU)- Intel Core i5 (8th Gen) or higher RAM- 16 GB Storage- 512 GB SSD Operating System- Windows 10 / 11 / Linux Special Requirements / Notes- Handles full-stack workloads; MongoDB, React, Node.js, VS Code, Git
না, কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে এডভান্সড টেকনিক এবং AI-ভিত্তিক ওয়ার্কফ্লো শেখায়।
Adobe Premiere Pro (প্রফেশনাল এডিটিং)
DaVinci Resolve (কালার গ্রেডিং ও এডিটিং)
Adobe After Effects (মোশন গ্রাফিক্স ও VFX)
CapCut PC & Mobile (শর্ট-ফর্ম কন্টেন্ট)
Adobe Audition (সাউন্ড ডিজাইন ও মিক্সিং)
AI Tools: ChatGPT, Gemini, Google Veo 3, Runway Gen-3, Suno AI, Eleven Labs, Leonardo AI, Pixverse, Freepik AI ইত্যাদি
সময়কাল: ৩ মাস
মোট ক্লাস: ২৪ (সপ্তাহে ২টি ক্লাস)
প্রজেক্ট: ৫+ রিয়েল-লাইফ অ্যাসাইনমেন্ট
পরীক্ষা: ২টি স্কিল ইভ্যালুয়েশন টেস্ট
ফাইনাল প্রেজেন্টেশন: ১টি
লার্নিং মোড: অফলাইন ও অনলাইন (ফ্লেক্সিবল)
হ্যাঁ, শিক্ষার্থীরা ৫+ রিয়েল-লাইফ প্রজেক্টে কাজ করবে—শর্ট ফিল্ম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, কর্পোরেট এডিট এবং AI-ভিত্তিক ক্রিয়েটিভ প্রজেক্ট।
স্ক্রিপ্ট ও স্টোরিবোর্ড: ChatGPT
ভয়েসওভার ও ডাবিং: Eleven Labs, Hailou AI
মিউজিক ও সাউন্ড ডিজাইন: Suno AI, Adobe Podcast
ভিডিও জেনারেশন: Google Veo 3, Runway Gen-3, Pixverse
মোশন গ্রাফিক্স ও অ্যাসেটস: Leonardo AI, Freepik AI
লোকাল মার্কেটে: ৳২০,০০০ – ৳৮০,০০০+ প্রতি প্রজেক্ট
আন্তর্জাতিক বাজার: $৩০০ – $১,০০০+ প্রতি প্রজেক্ট
Fiverr/Upwork প্রোফাইল বিল্ডিং
কোর্স প্রজেক্ট দিয়ে পোর্টফোলিও তৈরি
ক্লায়েন্ট কমিউনিকেশন ও প্রাইসিং স্ট্র্যাটেজি
গ্লোবাল জব রেডিনেস গাইডলাইন
হ্যাঁ, সফল শিক্ষার্থীরা Creative IT Institute-এর প্রফেশনাল সার্টিফিকেট পাবেন, যা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
হ্যাঁ, কোর্সটি অনলাইন ও অফলাইনে উপলব্ধ।
১৭+ বছরের IT ট্রেনিং অভিজ্ঞতা
ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনারদের নেতৃত্ব
সর্বশেষ AI-ভিত্তিক টুলের ইন্টিগ্রেশন
প্র্যাকটিক্যাল, প্রজেক্ট-ভিত্তিক লার্নিং
ফ্রিল্যান্সিং ও চাকরি সহায়তা
নতুন ভিডিও এডিটর
কন্টেন্ট ক্রিয়েটর (YouTube, TikTok, Reels)
ফ্রিল্যান্সার ও গিগ প্রফেশনাল
মার্কেটিং ও কর্পোরেট পেশাজীবী
ফিল্ম ও মিডিয়া শিক্ষার্থী
ক্রিয়েটিভ প্রফেশনাল ও উদ্যোক্তা
শিক্ষক ও অনলাইন এডুকেটর
Minimum 16GD DDR4 Ram 3600 Hz, Processor Intel i5 or higher / Amd 3000,5000,7000 series, GPU -NVIDIA 3050/ 5050/ 5060/ Arc A750, SSD- 256GB /512GB /1TB.
যে কেউ, নতুন বা প্রফেশনাল - যারা মোশন গ্রাফিক্স ও ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ে আগ্রহী।
না, আমরা একদম বেসিক থেকে শুরু করি এবং ধাপে ধাপে গাইড করি।
পুরো মোশন গ্রাফিক্স প্রক্রিয়া - আইডিয়া, স্টোরিবোর্ড, ডিজাইন, অ্যানিমেশন, কম্পোজিটিং এবং রেন্ডারিং।
হ্যাঁ, ব্যক্তিগত ও গ্রুপ প্রজেক্টের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা পাবেন এবং পোর্টফোলিও তৈরি করতে পারবেন।
Adobe After Effects, Illustrator, Photoshop, Blender এবং AI ভিত্তিক ডিজাইন/অ্যানিমেশন টুল।
হ্যাঁ, কোর্সে ২D মোশন ডিজাইন ও প্রাথমিক ৩D অ্যানিমেশন শেখানো হবে।
নিশ্চিতভাবেই, বহু প্রজেক্ট তৈরি করে আপনি একটি পেশাদার পোর্টফোলিও গড়তে পারবেন।
মোশন গ্রাফিক্স ডিজাইনার, ২D/৩D অ্যানিমেটর, ভিডিও এডিটর, VFX আর্টিস্ট বা নিজের ক্রিয়েটিভ স্টুডিও শুরু করা।
হ্যাঁ, Fiverr, Upwork, পোর্টফোলিও তৈরি এবং ইন্টারভিউ প্রস্তুতিতে আমরা সাহায্য করি।
হ্যাঁ, আমরা স্টোরিটেলিং, ভিজ্যুয়াল রিদম এবং কমিউনিকেশনে ফোকাস করি, যাতে আপনার অ্যানিমেশন আরও প্রভাবশালী হয়।
Processor: Intel Core i7 (10th Gen or above) / AMD Ryzen 5 বা Ryzen 7 RAM: 16 GB Storage: 512 GB SSD Graphics: 4GB GPU Display: Full HD (1920×1080) with good color accuracy (IPS panel preferred)
এই কোর্সে আপনি শিখবেন ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট সম্পূর্ণভাবে React-এর মাধ্যমে—শুরু থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত। HTML, CSS থেকে শুরু করে React, Redux এবং Next.js পর্যন্ত সব গুরুত্বপূর্ণ স্কিল অন্তর্ভুক্ত।
না। শুধুমাত্র বেসিক কম্পিউটার জ্ঞান যথেষ্ট। HTML ও CSS জানা থাকলে সুবিধা, কিন্তু বাধ্যতামূলক নয়।
হ্যাঁ, একাধিক রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে—পোর্টফোলিও ওয়েবসাইট, ই-কমার্স অ্যাপ, React ও Next.js প্রজেক্ট সহ।
অবশ্যই! কোর্স শেষে আপনি জুনিয়র থেকে মিড-লেভেল ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট রোলে যোগ দিতে পারবেন, পাশাপাশি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সুযোগও গ্রহণ করতে পারবেন।
সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার, নেটওয়ার্ক এবং ডেটাকে হ্যাকার ও অনলাইন আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক, ব্যবসা ও আমাদের দৈনন্দিন জীবন ডিজিটাল সিস্টেমের উপর নির্ভরশীল। নিরাপত্তা ছাড়া তথ্য চুরি হতে পারে, যা আর্থিক ক্ষতি, প্রাইভেসি ঝুঁকি এবং বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।
মৌলিক কম্পিউটার জ্ঞান, নেটওয়ার্কিং এর ধারণা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সিস্টেম কীভাবে কাজ করে তা শেখার আগ্রহ। পরে এথিক্যাল হ্যাকিং, ক্লাউড সিকিউরিটি, এবং ডিজিটাল ফরেনসিকসের মতো টেকনিক্যাল স্কিল বাড়ানো যেতে পারে। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগের মতো সফট স্কিলও গুরুত্বপূর্ণ।
না, কম্পিউটার সায়েন্স ডিগ্রি বাধ্যতামূলক নয়। অনেকেই নন-আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। প্রধান বিষয় হলো আপনার স্কিল, সার্টিফিকেশন, এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা।
হ্যাঁ। বাংলাদেশে ব্যাংক, টেলিকম, আইটি ফার্ম ও সরকারি খাতসহ নানা সেক্টরে দক্ষ সাইবার সিকিউরিটি প্রফেশনালদের চাহিদা দ্রুত বাড়ছে। এথিক্যাল হ্যাকার, অ্যানালিস্ট ও সিকিউরিটি ইঞ্জিনিয়ারের জন্য চাকরির সুযোগ ভালো এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিংও সম্ভব।
অপারেটিং সিস্টেম (Windows, Linux) কিভাবে কাজ করে, বেসিক নেটওয়ার্কিং (IP, DNS, ফায়ারওয়াল), কমান্ড লাইন টুল ব্যবহার। এছাড়া Microsoft Office, ইমেইল সিকিউরিটি এবং ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কিত ধারণা থাকা উপকারী।
সাধারণত ৬–১২ মাসের ফোকাসড লার্নিং, সার্টিফিকেশন এবং প্র্যাকটিসের মাধ্যমে এন্ট্রি-লেভেল চাকরি সম্ভব। CTF চ্যালেঞ্জ, ল্যাব প্র্যাকটিস ও হ্যান্ডস-অন ট্রেনিং দ্রুত গতি আনতে সাহায্য করে।
শুরুর জন্য CompTIA Security+ ভালো। যদি নেটওয়ার্কিং ধারণা থাকে, CCNA Security সাহায্য করবে। CEH পেনেট্রেশন টেস্টিং এর জন্য উপযুক্ত। ছোট থেকে শুরু করে ধাপে ধাপে স্কিল বাড়ানো উচিত।
আপনার শেখার গতি ও ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে। অনেকের জন্য ১–২ বছর লাগে স্কিল ও চাকরির জন্য। এন্ট্রি-লেভেল সার্টিফিকেশন নিয়ে শুরু করে পরে স্পেশালাইজড রোলে (ethical hacking, forensics, cloud security) পদন্নোতি হয়।
হ্যাঁ। Python, Bash, বা JavaScript জানা উপকারী, তবে শুরুর জন্য বাধ্যতামূলক নয়। নেটওয়ার্ক সিকিউরিটি, SOC analysis, GRC এর মতো ক্ষেত্রগুলোতে কম কোডিং লাগে।
প্রথমে নেটওয়ার্কিং শেখা ভালো, কারণ এটি ভিত্তি তৈরি করে। নেটওয়ার্ক, IP, প্রটোকল বোঝার পর এথিক্যাল হ্যাকিং অনেক সহজ হয়।
এন্ট্রি-লেভেল: মাসে BDT ২৫,০০০–৪৫,০০০। অভিজ্ঞতা ও সার্টিফিকেশন বাড়ার সাথে বেতন BDT ৮০,০০০–১,৫০,০০০+ হতে পারে। আন্তর্জাতিক ক্লায়েন্টের মাধ্যমে ফ্রিল্যান্সাররা আরও আয় করতে পারেন।
ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকম, আইটি কোম্পানি, সরকারী সংস্থা, হেলথকেয়ার, স্টার্টআপ। আউটসোর্সিং ও বহুজাতিক কোম্পানিও স্থানীয় প্রফেশনাল নিয়োগ দেয়।
হ্যাঁ, Upwork, Fiverr-এ পেনেট্রেশন টেস্ট, ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সিকিউরিটি অডিটের কাজ আছে। আন্তর্জাতিক কোম্পানি রিমোট SOC Analyst ও এথিক্যাল হ্যাকার নিয়োগ দেয়।
না, বরং নতুন সুযোগ তৈরি করবে। AI সাধারণ কাজ স্বয়ংক্রিয় করতে পারে, কিন্তু এটাকররাও AI ব্যবহার করছে। দক্ষ মানুষের প্রয়োজন আরও বেড়ে যাবে।
বেসিক শিখার পরে পথ বেছে নেওয়া যায়:
Red Team: এথিক্যাল হ্যাকিং, পেনেট্রেশন টেস্টিং
Blue Team: ডিফেন্স, SOC অ্যানালিস্ট
Cloud Security: AWS, Azure, GCP সুরক্ষা
Digital Forensics: ইনভেস্টিগেশন ও প্রমাণ পুনরুদ্ধার
আপনার আগ্রহ ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী বিশেষায়িত হওয়া সম্ভব।
ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকম, আইটি কোম্পানি, সরকারী সংস্থা, হেলথকেয়ার, স্টার্টআপ। আউটসোর্সিং ও বহুজাতিক কোম্পানিও স্থানীয় প্রফেশনাল নিয়োগ দেয়।
আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, ISP টেকনিশিয়ান বা সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারেন। অভিজ্ঞতা বাড়লে ক্লাউড নেটওয়ার্কিং, নেটওয়ার্ক অটোমেশন বা সাইবারসিকিউরিটি রোলেও এগোতে পারেন।
হ্যাঁ, নেটওয়ার্কিং খুব চাহিদাসম্পন্ন। ব্যাংক, টেলিকম, ISP ও বিভিন্ন কোম্পানিতে দক্ষ পেশাজীবীদের প্রয়োজন। এটি স্থিতিশীল চাকরি, ক্যারিয়ার গ্রোথ এবং আন্তর্জাতিক বা রিমোট কাজের সুযোগ দেয়।
স্থানীয় ব্যাংক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, আইটি কোম্পানি, সরকারি সংস্থা এবং ISP প্রায়ই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে।
এন্ট্রি-লেভেল নেটওয়ার্ক জব সাধারণত মাসে ২০,০০০–৩৫,০০০ BDT থেকে শুরু হয়। অভিজ্ঞ পেশাজীবীরা দক্ষতা ও সার্টিফিকেশনের ওপর নির্ভর করে ৬০,০০০–১,৫০,০০০ BDT/মাস উপার্জন করতে পারেন।
হ্যাঁ, CCNA, MTCNA বা ক্লাউড নেটওয়ার্কিং স্কিল থাকলে আন্তর্জাতিক কোম্পানি বা ফ্রিল্যান্স হিসেবে রিমোট কাজ করতে পারেন। নেটওয়ার্কিং বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন।
শুরু করুন CCNA দিয়ে সিসকো নেটওয়ার্কিংয়ের বেসিক শেখার জন্য। যদি MikroTik ডিভাইসের সঙ্গে কাজ করতে চান, MTCNA করুন। উভয়ই মূল্যবান; পরে উভয়ই শেখা যায়।
না, ডিগ্রি প্রয়োজন নেই। মৌলিক কম্পিউটার জ্ঞান এবং নেটওয়ার্কিংয়ে আগ্রহই যথেষ্ট।
অনলাইন কোর্স সহায়ক, তবে Packet Tracer, GNS3 বা রিয়েল ডিভাইসের মাধ্যমে প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ।
CCNA ব্যাংক, আইটি কোম্পানি এবং টেলিকমে বেশি স্বীকৃত। MTCNA MikroTik ভিত্তিক ISP ও ছোট নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ।
Windows ও Linux বেসিক
IP ঠিকানা বোঝা
ওয়েব ব্রাউজার ব্যবহার
ফাইল ম্যানেজমেন্ট
কমান্ড লাইন বেসিক
আপনার লক্ষ্য অনুযায়ী শুরু করুন। Corporate Jobs এর জন্য Cisco ভালো; ISP তে MikroTik জনপ্রিয়। উভয় শেখার ফলে চাকরির সুযোগ বৃদ্ধি পায়।
মৌলিক স্ক্রিপ্টিং (Python) অটোমেশনের জন্য কাজে লাগে, তবে অধিকাংশ নেটওয়ার্কিং কাজ গভীর প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই করা যায়।
হ্যাঁ, রিয়েল ডিভাইস বা সিমুলেটরের মাধ্যমে হাতে-কলমে প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে অনেক ট্রেনিং সেন্টার CCNA, MTCNA ও নেটওয়ার্কিং কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ল্যাব প্রদান করে।
হ্যাঁ, নেটওয়ার্কিং জ্ঞান সাইবারসিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক বোঝার মাধ্যমে ফায়ারওয়াল, VPN কনফিগার এবং অ্যাট্যাক শনাক্ত করা সম্ভব।
আপনি বিগেনার হোন বা প্রফেশনাল, 3D অ্যানিমেশনে আগ্রহ থাকলেই যে কেউ যোগ দিতে পারবে।
না, আমরা সম্পূর্ণ শুরু থেকে ধাপে ধাপে শিখাই।
পুরো 3D অ্যানিমেশন প্রসেস—3D অ্যানিমেশন এবং CGI পাইপলাইন পর্যন্ত সবই।
হ্যাঁ, টিম প্রজেক্ট এবং পোর্টফোলিও কেস স্টাডির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা পাবেন।
মডেলিং ও অ্যানিমেশন টুলসের পাশাপাশি ডিজাইন ও রিসার্চের জন্য AI টুলসও শেখানো হবে।
ক্যারেক্টার ডিজাইনার, অ্যানিমেটর, প্রোডাক্ট ভিজ্যুয়ালাইজার, গেম অ্যাসেট আর্টিস্ট বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা সম্ভব।
হ্যাঁ, Fiverr, পোর্টফোলিও তৈরি এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা সম্পূর্ণ গাইড করি।
না, কোনো পূর্ব অভিজ্ঞতা বা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা দরকার নেই। কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন সম্পূর্ণ নতুন শিক্ষার্থীও শুরু থেকে প্রফেশনাল পর্যায়ে পৌঁছাতে পারে। আমরা বেসিক মার্কেটিং দিয়ে শুরু করি এবং ধাপে ধাপে অ্যাডভান্সড টপিক শেখাই।
আমাদের কোর্সের মূল ফোকাস হলো প্র্যাকটিক্যাল ও হ্যান্ডস-অন লার্নিং। ১৮টির বেশি রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট, AI টুল ট্রেনিং, ফ্রিল্যান্সিং ও জব প্লেসমেন্ট মডিউল—সবই অন্তর্ভুক্ত। আপনি শুধু তত্ত্বই না, বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবেন।
হ্যাঁ, সমস্ত মডিউল, প্রজেক্ট ও ফাইনাল পরীক্ষায় সফল হলে Creative IT Institute-এর প্রফেশনাল সার্টিফিকেট পাবেন আপনার রিজিউমে বড় মান যোগ করবে।
মূলত একটি কম্পিউটার/ল্যাপটপ এবং স্টেবল ইন্টারনেট সংযোগ লাগবে। আমরা কোর্সে শিখিয়ে থাকি—Google Analytics, Meta Business Suite, Canva, SEMrush ইত্যাদি। অনেক টুলের ফ্রি বা ট্রায়াল ভার্সনও ব্যবহার করা যায়।
কারণ কোর্স শেষে আপনার থাকবে,
১৮+ প্রজেক্টের সমন্বয়ে তৈরি শক্তিশালী পোর্টফোলিও।
সঠিক CV রাইটিং ও ইন্টারভিউ প্রস্তুতির নির্দেশনা।
Fiverr ও Upwork-এ প্রফেশনাল প্রোফাইল।
স্থানীয় ও আন্তর্জাতিক চাকরির চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন।
সপ্তাহে ২ দিন ক্লাস হয়। মিস করলে রেকর্ডেড ভিডিও ও সাপোর্ট ম্যাটেরিয়াল থাকবে।
হ্যাঁ। আমরা হাইব্রিড মডেল অফার করি। অন-ক্যাম্পাসের পাশাপাশি অনলাইন ক্লাস ও রিমোট সাপোর্ট পাওয়া যায়।
অবশ্যই। AI টুল ব্যবহার শিখানো হয়—কনটেন্ট, অ্যাড কপি, ডেটা অ্যানালাইসিস, মার্কেটিং অটোমেশন।
হ্যাঁ। এলামনাই নেটওয়ার্ক, জব প্লেসমেন্ট, ফ্রিল্যান্সিং গাইডেন্স এবং প্রজেক্ট কনসালটেশন থাকবে।
বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করুন।
নিজেরাই Facebook ও Google Ads চালানো শিখবেন।
SEO ব্যবহার করে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনবেন।
Google Analytics দিয়ে মার্কেটিং পারফরম্যান্স বিশ্লেষণ করবেন।
সরাসরি রাজস্ব বাড়ানো ও ব্যবসা বৃদ্ধি শিখবেন।
সপ্তাহে ৪-৬ ঘণ্টা। হোমওয়ার্ক, প্রজেক্ট ও রিভিউয়ের জন্য।
উভয় পথের জন্যই কোর্স প্রস্তুত। কোর স্কিলগুলো (SEO, SMM, PPC) উভয়ের জন্য প্রযোজ্য। এরপর আলাদা মডিউল—CV/ইন্টারভিউ এবং Fiverr/Upwork প্রোফাইল।
এই কোর্সে SEO ও Social Media Marketing রয়েছে। বিস্তারিত ই-কমার্স (Shopify, Google Ads) শেখার জন্য আমাদের এক বছরের অ্যাডভান্সড ডিপ্লোমা আছে।
হ্যাঁ। তারা সক্রিয় ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও সার্টিফাইড এক্সপার্ট।
হ্যাঁ। ছোট ক্লাস সাইজ, প্রশ্ন করার সুযোগ, সাপোর্ট সেশন এবং কমিউনিটি গ্রুপ রয়েছে।
হ্যাঁ। কনটেন্ট, অ্যাড কপি, আইডিয়া জেনারেশন ও মার্কেটিং অটোমেশনে AI ব্যবহার শেখানো হবে।
প্রতি কয়েক মাসে আপডেট করা হয়। Google, Meta ইত্যাদির সর্বশেষ ট্রেন্ড ও অ্যালগরিদম কভার করা হয়।
ওয়েবসাইট: www.creativeitinstitute.com
হটলাইন: 01777308777
ক্যাম্পাসে এসে কাউন্সেলিং নিন।
২০২৪ সালে ৪৬% শিক্ষার্থী ৬ মাসের মধ্যে কর্পোরেট চাকরিতে প্লেস হয়েছে। বাকিরা ফ্রিল্যান্সিং বা নিজ ব্যবসা শুরু করেছে।
অবশ্যই। কোনো পূর্ব অভিজ্ঞতা দরকার নেই।
হ্যাঁ। Career Placement Cell ইন্টার্নশিপ, জব সাপোর্ট, ইন্টারভিউ প্রস্তুতি ও ইন্ডাস্ট্রি কানেকশন দেয়।
১ বছর (১২ মাস), প্রায় ২৮০+ ঘণ্টা লার্নিং। সপ্তাহে ক্লাস, ল্যাব সেশন ও প্রজেক্ট অন্তর্ভুক্ত।
SEO, Paid Ads (Google, Meta, TikTok), Content Marketing, E-commerce Growth, Analytics (GA4, Looker Studio), Email/WhatsApp Automation, AI Tools। প্র্যাকটিক্যাল ক্যাম্পেইন ও ক্যাপস্টোন প্রজেক্টও থাকবে।
নগদ, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং। বিস্তারিত জানার জন্য অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করুন।


ব্রাউজ কোর্স